ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় রাজ্য বামফ্রন্টের উদ্যোগে শান্তি ও সম্প্রীতির মিছিল 

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
ত্রিপুরায় রাজ্য বামফ্রন্টের উদ্যোগে শান্তি ও সম্প্রীতির মিছিল 

আগরতলা: বামফ্রন্টের ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে রোববার (২৮ আগস্ট) আগরতলায় এক শান্তি ও সম্প্রীতি মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলে পা মিলিয়ে ছিলেন সিপিআই (এম) ত্রিপুরা রাজ্য কমিটি’র সম্পাদকমণ্ডলীর সদস্য গৌতম দাস, পরিবহন দফতরের মন্ত্রী মানিক দে, প্রাক্তন সংসদ সদস্য মতি লাল সাহা সহ রাজ্য বামফ্রন্টের শরিক দলের নেতারা।

 

এতে রাজ্যের জাতি ও উপজাতি অংশের বিভিন্ন বয়সী সাধারণ মানুষও সামিল হন। মিছিলটি রাজধানীর আস্তাবল ময়দান থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাজপথ প্রদক্ষিণ করে।  

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
জেডএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।