ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় মাটির দেওয়াল ধসে দম্পতির মৃত্যু

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
ত্রিপুরায় মাটির দেওয়াল ধসে দম্পতির মৃত্যু

আগরতলা: ত্রিপুরার ধলাই জেলার অপরেশকর এডিসি ভিলেজের বাদুরকা পাড়ায় মাটির দেওয়াল ধসে এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টা নাগাদ প্রবল বৃষ্টির কারণে বাদুরকা পাড়ার জগন্নাথ দেববর্মার বাড়ির মাটির দেওয়াল ধসে পড়ে।

এতে ঘুমন্ত অবস্থায় জগন্নাথ দেববর্মা (৪৫), তার স্ত্রী মনকন্যা দেববর্মা (৪০) ও মেয়ে চণ্ডিকা দেববর্মা (১৮) চাপা পড়েন।

এতে জগন্নাথ ও মনকন্যা ঘটনাস্থলেই মারা যান। চণ্ডিকা দেববর্মাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার (৩০ আগস্ট) ময়না তদন্তের পর মৃতদেহ বাড়িতে নিয়ে গেলে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, আগস্ট  ৩০, ২০১৬
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।