ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

জামিন পেলেন পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী মদন মিত্র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৬
জামিন পেলেন পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী মদন মিত্র

কলকাতা: সারদা অর্থ প্রতারণা মামলায় প্রায় দশ মাস পর জামিন পেলেন পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী মদন মিত্র। মামলার তদন্ত করছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সি বি আই।

 

সারদা কেলেঙ্কারির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ২২ মাস আগে তাকে গ্রেফতার করা হয়। মাঝে আরও একবার জামিন পেয়েছিলেন তিনি। কিন্তু পরবর্তীতে জামিন খারিজ হয়ে যাওয়ায় তাকে জেলে থাকতে হয়েছিল
 
সি বি আই’র পক্ষ থেকে বলা হচ্ছিল, মদন মিত্র প্রভাবশালী ব্যক্তি। তিনি জামিন পেলে তদন্তে ক্ষতি হবে।  

অন্যদিকে মদন মিত্রের আইনজীবীদের বক্তব্য ছিল, তিনি এখন মন্ত্রী বা বিধায়ক নন। ফলে কোনোভাবেই তদন্তে প্রভাব বিস্তার করতে পারবেন না।
 
এদিকে মদন মিত্রের জামিন ঘোষণা হওয়ায় কিছুটা স্বস্তি ফিরবে শাসক দল তৃণমূল কংগ্রেস শিবিরে।  

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৬
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।