ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

সাবেক মন্ত্রী সুশান্তের ফ্ল্যাটে ৫ লাখ রুপি পেল সিআইডি

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৫, আগস্ট ২০, ২০১১
সাবেক মন্ত্রী সুশান্তের ফ্ল্যাটে ৫ লাখ রুপি পেল সিআইডি

কলকাতা: বাম আমলে গড়বেতা হত্যা মামলায় অভিযুক্ত সিআইডির রিমান্ডে থাকা সাবেক মন্ত্রী ও বিধায়ক সুশান্ত ঘোষের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে ৫ লাখ রুপি পাওয়া গেছে।

শুক্রবার কলকাতার আলিপুরের সিআইডি গোয়েন্দাদের ৬ সদস্যর একটি দল সুশান্তের ডিএলখান  রোডের ফ্ল্যাটে তল্লাশি চালায়।

তল্লাশি নিয়ে যাতে কোনও অভিযোগ না ওঠে, তাই সাক্ষী হিসাবে ওই আবাসনের ২ জন নিরাপত্তা রক্ষী ও ১ জন ইলেট্রিশিয়ানকে রাখা হয়।

এছাড়া পুরো তল্লাশির ঘটনাটি ভিডিও ক্যামেরায় ধারণ করে সিআইডি।

একটি সূত্র জানিয়েছে, প্রায় দুই ঘণ্টা তারা সেখানে তল্লাশি চালান। সেখান থেকে তারা ৫ লাখ রুপি ও ৩টি মোবাইল ফোন ও ২টি ব্যাঙ্কের পাশ বই উদ্ধার করেন।

তবে সিআইডির পক্ষ থেকে এ নিয়ে কিছুই জানানো হয়নি।

এর আগেও সুশান্ত ঘোষকে গ্রেপ্তার করার পর সিআইডি তার ফ্ল্যাটটি সিল করে দিয়েছিল। এদিন সিল ভেঙে তল্লাশি করা হয়।
অন্যদিকে সিআইডি সুশান্ত ঘোষের পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার বাড়িতেও তল্লাশি চালায়।

অমূল্য কাননে বন দপ্তরের জমি তিনি নিয়ে নিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। তাও খতিয়ে দেখছে পুলিশ। তবে এর সঙ্গে হত্যা মামলার কোনও যোগাযোগ নেই বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, আগস্ট ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।