ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় সাহিত্য সম্মেলনের প্রস্তুতি সম্পন্ন

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৬
আগরতলায় সাহিত্য সম্মেলনের প্রস্তুতি সম্পন্ন

আগরতলা: আগরতলায় আন্তর্জাতিক সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন হবে সোমবার বিকেলে। এ উপলক্ষে ইতোমধ্যে বাংলাদেশ, কলকাতা ও আসামের কাছাড় থেকে অতিথিরা আগরতলায় পৌঁছেছেন।

সাহিত্য উৎসবকে ঘিরে এখন সাজ সাজ রব ত্রিপুরার রাজধানী আগরতলায়। ব্যস্ততম সড়কের পাশে শোভা পাচ্ছে প্রচারণার বিলবোর্ড, পোস্টার। বিলি করা হচ্ছে লিফলেট।

দুদিন ব্যাপী এ উৎসবের জন্য প্রস্তুত আগরতলা প্রেসক্লাব ও রবীন্দ্রশতবর্ষী ভবন। নিমন্ত্রণপত্র বিলি করছেন আয়োজক কমিটির সদস্যরা। অতিথিদের আপ্যায়নের জন্য কাজ করছে আলাদা টিম। সব মিলিয়ে সোমবার (২৬ সেপ্টেম্বর) ও মঙ্গলবারের (২৭ সেপ্টেম্বর) উৎসব সফল করতে প্রচার প্রচারণা এখন তুঙ্গে।

রোববার দুপুর ১টার পর থেকেই বাংলাদেশ থেকে আসা অতিথিদের বরণে আগরতলার চেকপোস্টে অপেক্ষা করছিলেন সাহিত্য উৎসব আয়োজক কমিটির সদস্যরা। দুপুর আড়াইটায় অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন তারা।

এই আন্তর্জাতিক সাহিত্য উৎসবের মিডিয়া পার্টনার বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৬
ওএইচ/পিসি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।