ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

টানা বৃষ্টিতে জলবন্দি কলকাতা

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, আগস্ট ৬, ২০১১

কলকাতা: শ্রাবণের তীব্র গরমের পরে শনিবার আবার কলকাতা জলের তলায়। সকাল সোয়া ১০টা থেকে বিকেল ৩টে পর্যন্ত টানা বৃষ্টিতে উত্তর ও মধ্য কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে পানি জমে গেছে।



এদিন বিবাদি বাগ, বউবাজার, ঠনঠনিয়া, পার্কসার্কাস কানেক্টার, মহাত্মা গান্ধী রোড, সূর্য সেন স্ট্রিট, কলেজ স্ট্রিট, শিয়ালদহ জলমগ্ন হয়ে পড়েছে। মহাকরণের সামনেও পানি দাঁড়িয়ে আছে। ঘূর্ণাবর্তের ফলে এই বৃষ্টি বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। রয়েছে দিনভর বৃষ্টির আশঙ্কা।

নিত্যযাত্রীসহ সাধারণ মানুষ ব্যাপক অসুবিধায় পড়েছে। নিকাশি ব্যবস্থা খারাপ হওয়ায় পানি আটকে গেছে। শনিবার হওয়ায় অনেক স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে।

কলকাতার অনেক জায়গায় ট্রাম লাইনে পানি জমে থাকার জন্য ট্রাম পরিষেবা ব্যাহত হয়েছে। শিয়ালদহ ও হাওড়া স্টেশনের রেললাইনে পানি জমে গেছে। স্টেশন চত্বর পানিতে ডুবে গেছে। অফিসযাত্রীদের ভিড়ে স্টেশন গিজগিজ করছে।

এই বৃষ্টিতে বাসস্ট্যান্ডে বাসও নেই। এদিকে, টানা বৃষ্টির কারণে মহানগরীর বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, আগস্ট ৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।