আগরতলা: আগামী ১৯ নভেম্বর (রোববার) ভারতের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী’র জন্মদিনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দল রাজ্যজুড়ে জনসংযোগ যাত্রা কর্মসূচি চালু করবে।
রাজ্যের প্রতিটি মহকুমাতেই এ কর্মসূচি পালন করা হবে।
রোববার (০৬ নভেম্বর) ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি বীরজিৎ সিনহা।
বীরজিৎ সিনহা জানান, কর্মসূচিতে প্রদেশ কংগ্রেসের পাশাপাশি যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস, সেবা দলসহ ছাত্র সংগঠন এনএসইউ আই’র মতো শাখা সংগঠনও সামিল হবে।
তিনি বলেন, ত্রিপুরা রাজ্যের উন্নয়ন সংক্রান্ত ২২ দফা দাবি নিয়ে ত্রিপুরা রাজ্যব্যাপী আন্দোলন কর্মসূচিও হাতে নেবে দল।
দাবিগুলোর মধ্যে রয়েছে- রাজ্যের উত্তর জেলার ধর্মনগরে রেলওয়ে ডিভিশন স্থাপন, ঊনকোটি জেলার কৈলাসর ও ধলাই জেলার কমলপুরের পরিত্যক্ত বিমানবন্দর আবার চালু করা, প্রতিটি মহকুমায় একটি ইংরেজি মাধ্যম কলেজ স্থাপন ইত্যাদি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিধায়ক গোপাল রায়, কংগ্রেস দলের আইনজীবী সেলের সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
এসসিএন/এসআরএস/এএসআর