ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

৪৬ বছর পর পাক পাইলটের ক্ষমা প্রার্থনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, আগস্ট ১১, ২০১১

কলকাতা: গুজরাটের মুখ্যমন্ত্রীকে হত্যার ৪৬ বছর পরে ক্ষমা প্রার্থনা করেছেন এক পাকিস্তানি পাইলট।

এতদিন পর অনুতপ্ত হুসেন ই-মেইল করে বলবন্ত রাই মেহেতার পরিবারের কাছে শোক জানিয়েছেন।



উল্লেখ্য, ১৯৬৫ সালের ১৯ সেপ্টেম্বর ভারত-পাকিস্তানের যুদ্ধের সময় পাকিস্তান বিমানবাহিনীর পাইলট কোয়াইস হুসেন একটি ভারতীয় বিমানকে লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন। এতে বিমানটিসহ বিমানের যাত্রীরা প্রাণ হারান।   বিমানে ছিলেন তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী বলবন্ত রাই মেহেতা, তার স্ত্রীসহ তিন সঙ্গী।

ই-মেইলে তিনি লিখেছেন, আমি অনুতপ্ত। সেদিন কর্তব্যের খাতিরেই গুলি চালাতে বাধ্য হয়েছিলাম। তবে আমি ইচ্ছা করে এই কাজ করিনি। প্রতিহিংসার মনোভাব কাজ করেছিল। গুলি চালাতে আমি ভালবাসিনা।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, আগস্ট ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।