ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় শুরু হচ্ছে বাংলাদেশের বিজয় উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
কলকাতায় শুরু হচ্ছে বাংলাদেশের বিজয় উৎসব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতায় নেতাজী ইনডোর স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের বিজয় উৎসব। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উৎসবের উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: কলকাতায় নেতাজী ইনডোর স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের বিজয় উৎসব।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উৎসবের উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়।

এতে আরও উপস্থিত থাকবেন বাংলাদেশের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ও উপ হাই-কমিশনার জকি আহাদ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

বৃহস্পতিবার শুরু হওয়া এই উৎসব চলবে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত।  

অনুষ্ঠানের শুরুতেই ‘জাতির পিতা বঙ্গবন্ধুর বাংলাদেশ’ নামে একটি আলোক চিত্র প্রদর্শনী হবে। এরপর সঙ্গীত পরিবেশনা করবেন সাদী মুহম্মদ, লিলি ইসলাম, আমেনা বেগম , ইয়াকুব আলি এবং বাংলাদেশি ব্যান্ড ‘ফিডব্যাক’।

নৃত্য পরিবেশনা করবেন- শিবলী মহম্মদ, শামীম আরা নীপা ও তার দল। অনুষ্ঠান সঞ্চালনা করবেন চিত্র নায়ক ফেরদৌস।

ইতোমধ্যেই এ অনুষ্ঠান নিয়ে কলকাতায় উৎসাহের সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
এস.এস/ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।