ঢাকা, বৃহস্পতিবার, ১৮ আশ্বিন ১৪৩১, ০৩ অক্টোবর ২০২৪, ২৯ রবিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নতুন বছরে ঠাণ্ডা কমবে কলকাতায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
নতুন বছরে ঠাণ্ডা কমবে কলকাতায় শীতে আগুনের তাপ নিচ্ছেন/ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বর্তমানে শীতের প্রকোপ বেশি থাকলেও নতুন বছর শুরুতে শীতের মাত্রা করতে পারে বলে জানিয়েছেআবহাওয়া অধিদপ্তর। যদিও বর্তমানে উত্তরে হাওয়ার প্রভাবে কলকাতার তাপমাত্রা বেশ কম। কলকাতার তাপমাত্রা বর্তমানে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে।

কলকাতা: বর্তমানে শীতের প্রকোপ বেশি থাকলেও নতুন বছর শুরুতে শীতের মাত্রা করতে পারে বলে জানিয়েছেআবহাওয়া অধিদপ্তর।

যদিও বর্তমানে উত্তরে হাওয়ার প্রভাবে কলকাতার তাপমাত্রা বেশ কম।

কলকাতার তাপমাত্রা বর্তমানে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে।
 
চলতি বছর একটু আগে থেকেই ঠাণ্ডা পড়েছিল কলকাতাসহ পশ্চিমবঙ্গে। সাধারণত ডিসেম্বরের মাঝামাঝি থেকে ঠাণ্ডা শুরু হলেও এবার নভেম্বরের শেষ সপ্তাহ থেকে শীতের আভাস দেখা দিয়েছিল। তবে উত্তরে হাওয়ার সঙ্গ পেতে কিছুটা দেরি হয়েছিল পশ্চিমবঙ্গের শীতের।
 
উত্তরে হাওয়ার সঙ্গ পেতেই কলকাতাসহ পশ্চিমবঙ্গের শীতে যোগ হয়েছে বেশ  কনকনে ভাব। তবে আবহাওয়াবিদের মতে এই ঠাণ্ডা খুব বেশি দিন স্থায়ী হবে না। বছরের শুরুতেই কমবে শীত।

অতিরিক্ত কুয়াশা থাকায় আটকে যাচ্ছে উত্তরের হাওয়া। তাই নতুন বছরে কড়া শীতের আশা করছেন না আবহাওয়াবিদরা। কিছুটা হলেও কলকাতার মানুষ হতাশ। তবে কুয়াশা কেটে গেলে আবারও বাড়বে শীত।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
এসএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।