গ্রেফতারের খবর পাওয়ার পরেই জরুরি ভিত্তিতে দলীয় সংসদ সদস্যদের সভা ডাকেন মমতা। এছাড়া গ্রেফতারের বিরুদ্ধে রাস্তায় নেমে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ কর্মসূচি পালন করবে বলেও জানা গেছে।
মঙ্গলবার (০৩ জানুয়ারি) সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ওড়িশার ভুবনেশ্বরে রওনা দেন ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বামফ্রন্টের শাসন আমলে এ ধরনের প্রতারক কোম্পানিগুলো তৈরি হয়েছিলো। বাম নেতাদের গ্রেফতার করা হচ্ছে না কেন সেই জবাবও চান তিনি।
এর পরেই কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউ অঞ্চলে বিজেপি কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা। আগামী দিনে এ বিষয়ে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে বলেও মনে করছেন অনেকে।
বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
এসএস/ওএইচ/আরআই