ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

টিকিট কাটার ঝামেলা থাকছে না কলকাতা মেট্রো রেলে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
টিকিট কাটার ঝামেলা থাকছে না কলকাতা মেট্রো রেলে

কলকাতা: লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার দিন শেষ করতে চলেছে কলকাতা মেট্রো রেল। এমন কি আগামী দিনে দরকার পড়বে না অগ্রিম রিচার্জ করিয়ে রাখা স্মার্টকার্ডও।

কলকাতা মেট্রো রেলের নতুন অ্যাপ ডাউনলোড করে নিলে তার মাধ্যমেই আপনি মেট্রো যাত্রার টিকিট কাটতে পারবেন।

সাধারণভাবে নিত্য যাত্রীদের প্রতি যাত্রায় পাঁচ মিনিট সময় ব্যয় করতে হয় টিকিট কাটতে।

অনেক যাত্রীরা স্মার্টকার্ড ব্যবহার করলে সেটিও নিয়ম করে রিচার্জ করতে হয়। ভারতীয় রেল বোর্ডের সদস্য মহম্মদ জামসিদ জানান, রেলমন্ত্রী সুরেশ প্রভু চান যাত্রীরা পাঁচ মিনিটের অনেক কম সময়ে মেট্রোর টিকিট কাটুক।
 
এ কারণেই এই বিশেষ অ্যাপ আনতে চলেছে মেট্রো রেল। কলকাতা মেট্রো রেলে যেখানে অধিকাংশ যাত্রী স্মার্টফোন ব্যবহার করেন, সেখানে এই অ্যাপ তাদের পক্ষে যথেষ্ট সহায়ক হবে। স্মার্টফোনের মাধ্যমে টিকিট কাটার পর শুধু ফোনের স্ক্রিনটি মেট্রো রেলের স্টেশনের প্রবেশে গেটের সামনে নিয়ে গেলেই দরজা খুলে যাবে।
 
কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আগামী কিছুদিনের মধ্যেই এ পরিষেবা চালু করবে মেট্রো রেল। কর্তৃপক্ষের আশা, এর ফলে যাত্রীদের অনেকটাই সময়ের সাশ্রয় হবে।
 
বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা,  জানুয়ারি ৮, ২০১৭
এসএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।