ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পাহাড় নিয়ে জিটিএ চুক্তি বিল বিধানসভায় পাশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১১
পাহাড় নিয়ে জিটিএ চুক্তি বিল বিধানসভায় পাশ

কলকাতা: রাজ্য বিধানসভায় ধ্বনি ভোটে শুক্রবার গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বিল পাস হয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, ‘কোনভাবেই রাজ্যভাগ হবে না।



তবে সংশোধনী মেনে নিয়েই বিল পাস হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

রাজ্যে শান্তির জন্য বিল পাস জরুরি- মন্তব্য মমতার।

এদিন আবারও ‘গোর্খাল্যান্ড দাবি থেকে সরছি না’ বলেছেন হরকাবাহাদুর ছেত্রী।

নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ করেছেন সাবেক সাংসদ মুহম্মদ সেলিম।

তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী মানুষকে বিভ্রান্ত করছেন। তিনি মিথ্যাচার করছেন। ‘

দুদিন ধরে গোর্খা জনমুক্তি মোর্চা দাবি করেন জিটিএ বিল পাস করার আগে সংশোধনীর করতে হবে।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।