ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

তৃণমূল সন্ত্রাসের প্রতিবাদে দিল্লিতে বামদের বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১১
তৃণমূল সন্ত্রাসের প্রতিবাদে দিল্লিতে বামদের বিক্ষোভ

কলকাতা: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের সন্ত্রাসের প্রতিবাদে দিল্লিতে বিক্ষোভ প্রদর্শন করেছে রাজ্যের বামফ্রণ্ট।

বৃহস্পতিবার যন্তর মন্তরের সামনে বামফ্রন্টের নেতৃবৃন্দ এ বিক্ষোভ প্রদর্শন করে।



এর পর একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে একটি স্মারকলিপি জমা দেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর বামফ্রন্ট সভাপতি বিমান বসু বলেন, ‘রাজ্যে বিধানসভা নির্বাচনের পর থেকে বামকর্মী ও সমর্থকদের ওপর আক্রমণ চলছে। সেই অভিযোগে প্রধানমন্ত্রীকে জানাতে তাদের দিল্লিকে আসা। ’

এদিন প্রতিনিধিদলে ছিলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র, সিপিএম নেতা রবীন দেব, আবদুর রেজ্জাক মোল্লা, সিপিআই নেতা এবি বর্ধন, ফরওর্য়াড ব্লক নেতা দেবব্রত বিশ্বাস, আরএসপি নেতা অবনী রায় প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।