ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কবি কাজী নজরুলের প্রতি মমতার শ্রদ্ধা নিবেদন

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১১
কবি কাজী নজরুলের প্রতি মমতার শ্রদ্ধা নিবেদন

কলকাতা: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৩৫তম মৃত্যবার্ষিকীতে পশ্চিমবঙ্গ মহাকরণে শ্রদ্ধা নিবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের পঞ্জিকা অনুসারে সোমবার দিনটি পালন করা হয়।

মহাকরণের অলিন্দে কবির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্বা জানান মুখ্যমন্ত্রী।

কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ‘নতুন সরকার ক্ষমতায় আসার পরই নজরুল একাডেমী গড়ে তোলা হয়েছে। ২৬ মে কবির জন্মদিনও মহাকরণে পালন করা হয়েছে। ’

তিনি আরও বলেন, ‘আগামী বছর ২৬ মে রাজ্য সরকারের উদ্যোগে পালিত হবে নজরুল জয়ন্তী। কবির জন্মভিটা চুরুলিয়াকে নতুন করে গড়ে তোলা হবে। ’

অনুষ্ঠানে নজরুল সংগীত পরিবেশন করেন বিশিষ্ট কণ্ঠশিল্পী ও বিধায়ক ড. অনুপ ঘোষাল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার  মেয়র শোভন চ্যাটার্জি, রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী অরুপ রায় প্রমুখ।

বাংলাদেশ সময়: ০০০২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।