ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মেসিদের খেলায় কেউ খুশি কেউ নাখোশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১১
মেসিদের খেলায় কেউ খুশি কেউ নাখোশ

কলকাতা: যুবভারতীতে বর্তমান প্রজন্মের ‘ফুটবল যাদুকর’ মেসি কি মন ভরাতে পেরেছেন? শুক্রবার ম্যাচ শেষে এ নিয়ে কিছুটা হলেও মতভেদ রয়েছে। কারও মতে, ভিন্ন মাঠে নতুন বলে যথেষ্ট সফল মেসি।

আবার কারও মতে, মন ভরেনি মেসিতে।

আর মেসিতে মন ভরেছে বলছেন বর্তমান প্রজন্মের প্রায় সকলেই। এর মধ্যে ফুটবলার থেকে শুরু করে ভিন্ন জগতের সেলিব্রিটিরাও রয়েছেন। বলিউডের গায়ক শান বা বাবুল সুপ্রিয় মনে করেন মেসির খেলা যেন সুরেলা সঙ্গীত।

ভারতের ফুটবল দলের জাতীয় কোচ সুখবিন্দর সিংয়ের মতে, মেসি জাত চিনিয়ে দিতে পেরেছেন। তবে এই দলে মেসি ছাড়া আর্জেন্টিনার বাকি খেলোয়াড়দের খুব বেশি নম্বর দিতে রাজি নন তিনি।

একই মত সাবেক ফুটবলার প্রসূন ব্যানার্জির। মেসি কেন বিশ্বসেরা তা দেখিয়ে দিতে সমর্থ হয়েছেন বলে সাবেক এই ফুটবলার দাবি করেছেন। একই মত ভারতের বর্তমান জাতীয় দলের ফুটবলার দীপেন্দু বিশ্বাসেরও।

তবে মেসিতে মন ভরেনি বলে বাংলানিউজের কাছে অভিমত প্রকাশ করেছেন ভারতের সাবেক ফুটবলার সুকুমার সমাজপতি।

শনিবার কলকাতায় তিনি বলেন, ‘বার্সেলোনায় যে মেসিকে দেখা যায়, এখানে সেই মেসিকে দেখা গেল না। ’

সেই সঙ্গে টিম গেমও তেমন কিছু ছিলনা বলে তার মত।

বর্তমান ফুটবলার সঞ্জু প্রধান ও নির্মল ছেত্রীদের মতে, তবে এর জন্য যুবভারতীর কৃত্তিম ঘাসই দায়ী।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।