ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দিল্লি বিস্ফোরণে আইআইডি ব্যবহার করা হয়েছিল: ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রক

রক্তিম দাশ. সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১১

কলকাতা: নয়াদিল্লির হাইকোর্ট চত্বরে বিস্ফোরণে আইআইডি ব্যবহার করা হয়েছিল বলে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক প্রাথমিক ভাবে জানিয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব আর কে সিং সাংবাদিকদের বলেন, ‘বিস্ফোরণের ধরন দেখে মনে করা হচ্ছে জঙ্গিরা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ব্যবহার করেছিল।

ধারণা করা হচ্ছে ব্রিফকেস থেকে বিস্ফোরণটি ঘটেছে। ’

এদিন তিনি বলেন, ‘প্রাথমিক ভাবে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হযেছে। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম দিল্লিবাসীদের কাছে শান্তি বজায় রাখার জন্য আহ্বান জানিয়েছেন। ’

এদিকে, এখনও পর্যন্ত কোন জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করে নেয়নি। তবে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে বিস্ফোরণের পিছনে নিষিদ্ধ মুসলিম ছাত্র সংগঠন সিমি ও ইন্ডিয়ান মুজাহেদিন যুক্ত থাকতে পারে। এই ঘটনার পরই দুপুর ২টো পর্যন্ত হাইকোর্টের সব কাজ বন্ধ রাখা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বার জঙ্গিদের নিশানায় পড়লো দিল্লি হাইকোর্ট। এর আগে গত ২৫ মে একই জায়গায় এক আইনজীবীর গাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছিল। যদিও ওই ঘটনায় কোন হতাহতের খবর ছিল না।

তারপর থেকেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পক্ষে বারবার দিল্লি প্রশাসনকে আবার নতুন হামলা হতে পারে বলে সর্তক করে দিয়েছিল। এই ঘটনার ফলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে  দেশ ব্যাপী সর্তকতা জারি করা হয়েছে।

ভারতীয় সময়: ১৭০০ঘণ্টা, সেপ্টেম্বর ০৭,২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।