ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আরও ২ ই-মেইলে বিভ্রান্তিতে দিল্লি হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১১
আরও ২ ই-মেইলে বিভ্রান্তিতে দিল্লি হামলা

ঢাকা: দিল্লীর হাইকোর্টের সামনে বোমা হামলার ঘটনায় দেশটির পুলিশ ও গোয়েন্দা সূত্র এ পর্যন্ত পরপর চারটি ই-মেইল পেল। এ ঘটনায় বিভ্রান্তিতে পড়েছে দেশটির পুলিশসহ গোয়েন্দারা।



হামলার পরে প্রথমে হুজি দায় স্বীকার করলেও একদিনের মধ্যে ইন্ডিয়ান মুজাহিদিন (আইএম) পাল্টা দাবি করে। এরপর দিনই আইএম আবার হুমকি বার্তা পাঠালো। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় পরপর চারটি ই-মেইল গোয়েন্দাদের বিভ্রান্তিতে ফেললেও সন্দেহের তালিকা থেকে বাদ যাচ্ছে না কেউ।

তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম জানিয়েছেন, কাউকে বাদ দেওয়া হচ্ছে না। সব জঙ্গি সংগঠনই সন্দেহের তালিকায় রয়েছে।

চিদম্বরম ভারতের গণমাধ্যমে এই বিবৃতিতে আরও বলেন, ‘দেশের গোয়েন্দারা সার্বক্ষণিক নজরদারীতে রেখেছে সবকিছু। এছাড়া নজরদারি আরও বাড়াতে বিশ্বের অনান্য গোয়েন্দা সংস্থাগুলোর সাহায্য চাওয়া হচ্ছে। ’

দু’টি ই-মেইল আগে আসলেও শুক্রবার পুলিশের কাছে এসেছে আরও দু’টি ই-মেইল।

যেগুলিতে সাংকেতিক ভাষায় হুমকি দিয়ে বলা হয়েছে, এরপরের নিশানা আহমেদাবাদ। সেখানে খুব শীঘ্রই হামলা চালাবে ইন্ডিয়ান মুজাহিদিন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি খতিয়ে দেখেছে। মন্ত্রণালয় সূত্র জানান, এ দিনের মেইলগুলো বহু জায়গায় ‘বাউন্স’ করিয়ে পাঠানো হলেও তার উৎস মস্কো।

তবে চতুর্থ মেইলে আইএম দাবি করেছে, তৃতীয় মেইলটিও তারাই পাঠিয়েছে। কিন্তু সরকারি সূত্র এ ব্যাপারে খোলসা করে কিছু বলা হচ্ছে না।

দেশের নিরাপত্তার স্বার্থে মেইলগুলিকে গুরুত্ব সহকারে নিচ্ছে কেন্দ্র্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই সঙ্গে সবাইকে সতর্ক করার চেষ্টাও চলছে। শুধু হুজি বা আইএম’ই নয়, বব্বর খালসা ইন্টারন্যাশনাল ও এলটিটিইসহ আরও কয়েকটি জঙ্গি সংগঠন রয়েছে তাদের সন্দেহের তালিকায়।

ই-মেইল প্রসঙ্গে চিদম্বরম বলেছেন, ‘এ দিনের হুমকিটা নিতান্তই অপেশাদার। আলী সৈয়দ আল হুরি নামক এক ব্যক্তি ইন্ডিয়ান মুজাহিদিনের পক্ষ থেকে মেইলটি করেছে। ’

তার কথায়, ‘যে সংকেতটি দেওয়া হয়েছে, তা অত্যন্ত সরল এবং অপেশাদার ভঙ্গিতে তৈরি। কিন্তু আমরা বিষয়টি হালকাভাবে নিচ্ছি না। যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখছি। গুজরাট সরকারকে সতর্কও করা হয়েছে। ’

একই সঙ্গে তিনি জানান, হাইকোর্ট বিস্ফোরণ নিয়ে আশাব্যাঞ্জক কিছু সূত্র মিলেছে (এ দিনই ফরেন্সিক তদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে এসেছে। সেখানে নাইট্রেট যুক্ত বিস্ফোরক ছাড়াও বেশিকিছু অন্য বিস্ফোরক মিলেছে)। কিন্তু কোনও তথ্য-প্রমাণ হাতে না পাওয়া পর্যন্ত এই নিয়ে কিছু বলা সম্ভব নয়।

উল্লেখ্য, বুধবারে দিল্লীর হাইকোর্টের সামনে বোমা বিস্ফোরণে ১৩ জন নিহত হয় এবং ৮৮ জন আহত হয়।

বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।