ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারত সরকারের উদ্যোগে প্যারিসে রবীন্দ্রস্মরণ হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১১

কলকাতা: প্যারিসে ইউনেসকোর সদর দপ্তরে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘রবীন্দ্রনাথকে স্মরণ’ পালিত হবে।

সোমবার ভারতের সাংস্কৃতিক মন্ত্রকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।



রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশতবর্ষে কেন্দ্রীয় সরকার সারা বছর যে অনুষ্ঠানের আয়োজন করেছে, এই অনুষ্ঠানটি তারই অংশ।

অনুষ্ঠানে সত্যজিৎ রায়ের তৈরি ‘রবীন্দ্রনাথ’ তথ্যচিত্রটি দেখানো হবে।

এছাড়াও কবিগুরুর কবিতা অনুষ্ঠানে পাঠ করে শোনাবেন বিশিষ্ট চিত্রপরিচালক অপর্ণা সেন। রবীন্দ্র সঙ্গীত গাইবেন বলিউডের কবিতা কৃষ্ণমূর্তি।

এছাড়াও সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশের শিল্পী শ্যামা রহমান ও শান্তনু রায়চৌধুরী। অনুষ্ঠানে থাকছেন বিশিষ্ট তবলা বাদক বিক্রম ঘোষ।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।