ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গ পৌর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় অব্যাহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, মে ১৭, ২০১৭
পশ্চিমবঙ্গ পৌর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় অব্যাহত তৃণমূল কংগ্রেস

কলকাতা: প্রত্যাশা মতো পশ্চিমবঙ্গের নির্বাচন হওয়া সাত পৌরসভায় বেশিভাগ নিজেদের দখলে রেখেছে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস।

এর মধ্যে চারটি পৌরসভা পশ্চিমবঙ্গের পাহাড়ে বাকি তিনটি সমতলে। যদিও ভোটে সন্ত্রাসের অভিযোগ করে একাধিক পৌরসভায় নিজদের ভোট থেকে বিরত রেখেছিল কংগ্রেস, বিজেপি এবং বামেরা।

পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের মধ্যে দার্জিলিং, কার্শিয়ং, কালিংপং ও মিরিক পৌরসভার মধ্যে মিরিক পৌরসভা দখল করেছে তৃনমূল কংগ্রেস। পাহাড়ে এই জয় খুবই উল্লেখযোগ্য।

এর আগে পাহাড়ের আঞ্চলিক দলগুলো ছাড়া পশ্চিমবঙ্গের পাহাড়ি অঞ্চলে পৌর নির্বাচনে অন্যান্য দল তেমন সাফল্য পায়নি।

কংগ্রেসের খাস তালুক বলে পরিচিত মুর্শিদাবাদ জেলার ডোমকল পৌরসভাও কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। একইভাবে কংগ্রেসের হাত থেকে রায়গঞ্জ পৌরসভা ছিনিয়ে নিয়েছে ক্ষমতাসীন দল।
 
আশা জাগিয়েও তেমনভাবে দাগ কাটতে পারেনি বিজেপি। সমতলে রায়গঞ্জ, ডোমকল ও পুজালি পৌরসভার ভোটের ফলাফলে দেখা গেছে বিগত কিছু বছরের মতো বাম এবং কংগ্রেসের ভোট কমেছে।

অন্যদিকে এই ফলাফলকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন প্রক্রিয়ার জয় বলে মন্তব্য করছে তৃণমূল কংগ্রেস নেতারা।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, মে ১৭, ২০১৭
ভিএস/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।