ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতের পরিবেশ মন্ত্রী অনিল মাধব আর নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪২, মে ১৮, ২০১৭
ভারতের পরিবেশ মন্ত্রী অনিল মাধব আর নেই অনিল মাধব দাভে

কলকাতা: পরলোক গমন করেছেন ভারতের পরিবেশ মন্ত্রী অনিল মাধব দাভে। বৃহস্পতিবার (১৮ মে) দিল্লিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

অনিল মাধব দাভে বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন। অসুস্থ অবস্থাতেও তিনি দায়িত্ব নিয়ে পরিবেশ দফতরের কাজ করে যাচ্ছিলেন।

অনিল মাধব দাভের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এক টুইট বার্তায় দুঃখ প্রকাশ করে বলেন ‘এই ঘটনা ব্যক্তিগতভাবে দুঃখের। ’ অনিল মাধব পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করতেন বলেও উল্লেখ করেছেন মোদী।

উত্তর প্রদেশ থেকে নির্বাচিত হয়ে মন্ত্রিসভায় স্থান পান অনিল মাধব দাভে।

২০১৬ সালের ৬ জুলাই থেকে পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন তিনি। ২০০৯ সালের আগস্টে তিনি রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হন। কমিটি অব ওয়াটার রিসোর্সের সদস্য ছিলেন দাভে। এছাড়া ২০১০ সালের মার্চ থেকে জুন পর্যন্ত তিনি গ্লোবাল ওয়ার্মিং সংক্রান্ত পার্লামেন্টারি ফোরামের সদস্য ছিলেন। মোদী সরকারের আমলে এই নিয়ে দ্বিতীয়বার দায়িত্বে থাকাকালীন মৃত্যু হল কোনও মন্ত্রীর। এর আগে দুর্ঘটনায় মারা যান গোপীনাথ মুণ্ডে।

মন্ত্রী অনিল মাধব দাভের মৃত্যুর খবরে ভারতের রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, মে ১৮, ২০১৭
ভিএস/জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।