ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ঘূর্ণিঝড় মোরার প্রভাব পড়বে পশ্চিমবঙ্গেও

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫০ ঘণ্টা, মে ২৯, ২০১৭
ঘূর্ণিঝড় মোরার প্রভাব পড়বে পশ্চিমবঙ্গেও

কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় মোরার অভিমুখ বাংলাদেশে হলেও এর যথেষ্ট প্রভাব পড়বে পশ্চিমবঙ্গেও।

পশ্চিমবঙ্গে উপকূল অঞ্চলে মোরার প্রভাবে ৬৫ কিলোমিটার বা তার বেশি বেগে ঝড়ো হাওয়া বইবে বলে আবহাওয়া অধিদফতর সূত্রে সতর্কবার্তা জারি করা হয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতাসহ পশ্চিমবঙ্গের গাঙ্গেয় উপত্যকার জেলাগুলোতে হালকা ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদফতর সতর্কবার্তা প্রকাশ করে মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গের সমুদ্রে যেতে নিষেধ করা হয়।

এদিকে দীর্ঘ অপেক্ষার পর রোববার (২৮ মে) কলকাতায় বেশ কিছুটা বৃষ্টি হওয়ায় মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

মনে করা হচ্ছে আগামী কয়েক দিন আকাশ মেঘলা থাকতে পারে। তবে সঙ্গে যুক্ত হতে পারে হালকা থেকে ভারী বৃষ্টি।

আবহাওয়া দফতরের সূত্র অনুযায়ী জানা গেছে, এবছর ভারতে বর্ষা আসবে কিছুটা আগেই। সেই হিসেবের দিকে নজর রেখে বলা যায় জুন মাসের প্রথম সপ্তাহের শেষ লগ্নে হাজির হতে পারে বর্ষা।

সাধারণভাবে পশ্চিমবঙ্গে বর্ষা আসে ১২ জুন। সেটা এগিয়ে ৮ জুনের কাছাকাছি সময় বর্ষা আসতে পারে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, মে ২৯, ২০১৭
এসএস/এএটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।