ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মমতার কেন্দ্রে ভোট পড়ল প্রায় ৫০ শতাংশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১১
মমতার কেন্দ্রে ভোট পড়ল প্রায় ৫০ শতাংশ

কলকাতা: পশ্চিমবঙ্গের দুটি বিধানসভায় উপনির্বাচনে মমতার কেন্দ্রে ৫০ শতাংশ ভোট পরেছে বলে সূত্রে জানা গেছে।

রোববার এ উপনির্বাচন অনুষ্ঠিত হয়।



একটি কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। যেখানে ভোটে লড়ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। এখানে বামফ্রন্ট প্রার্থী সিপিএমের নন্দিনী মুখার্জি ।

অপর কেন্দ্রটি উত্তর চব্বিশ পরগণার বসিরহাট উত্তর কেন্দ্রে। এখানে বামফ্রন্ট প্রার্থী সিপিএমের সুবিদ আলি বিরুদ্ধে লড়ছেন তৃণমূল কংগ্রেসের এটিএম আবদুল্লা।

নির্বাচন কমিশনার সূত্রে জানা গেছে, সকাল ৭টা থেকেই দুটি উপনির্বাচনেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ পর্ব চলেছে। তবে বৃষ্টির জন্য ভোটগ্রহণ কিছুটা থমকে গেলেও বৃষ্টি কমে যেতেই ফের বুথমুখি মানুষের লাইন বাড়ছে।

দুটি কেন্দ্রেই ভোটপর্ব শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে বলে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক সুনীল গুপ্তা জানিয়েছেন।

বিকাল ৫টায় পর্যন্ত ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে ৪৯ দশমিক ৩২ শতাংশ। অন্যদিকে বসিরহাট উত্তর কেন্দ্রে ভোট পড়েছে ৮০ দশমিক ৩৫শতাংশ।

এদিন দুপুরে ভবানীপুর কেন্দ্রে ভোট দিতে আসেন পূর্ত ও পরিবহনমন্ত্রী ও এই কেন্দ্রের সাবেক বিধায়ক সুব্রত বক্সী, পৌর ও নগরউন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম, ক্রীড়ামন্ত্রী মদন মিত্র ও বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়।

 বিকাল ৪টা ৩৫ মিনিট নাগাদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভোট দিতে আসেন মিত্র স্কুলে।

এদিকে বৃষ্টিকে উপেক্ষা করে ভোট দেওয়ায় দুই কেন্দ্রের ভোটারদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

এদিন তিনি বলেন, ‘উপনির্বাচনে ভোটের শতাংশ সবসময়ই কম হয়। মানুষ বৃষ্টিকে উপেক্ষা করে ভোট দিয়েছেন। পাশাপাশি এও জানালেন, বসিরহাট উত্তরের আসনটিও আমরা জিতব। এব্যাপারে আমাদের আত্মবিশ্বাস রয়েছে। ’

অন্যদিকে, বসিরহাট উত্তরে সকাল থেকেই বুথের লাইনে মোটামুটি লম্বা লাইন চোখে পড়ে। এখানে ভোটদানের হার ভবানীপুরের তুলনায় বেশ ভালো।

তবে এই কেন্দ্রের প্রয়াত বিধায়ক মোস্তাফা বিন কাশেমের পরিবার ভোটদানে বিরত থাকেন। তাদের অভিযোগ,বিন কাশেম আত্মহত্যা করেননি। চক্রান্ত করে খুন করা হয়েছে। বার বার সরকারের কাছে আবেদন করেও ফল পাওয়া যায়নি। মানসীক ভাবে বির্পযস্ত বলেই তারা এদিন ভোট দেননি।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।