ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সিঙ্গুরের জমি: হাইকোর্টে জয় পেল পশ্চিমবঙ্গ সরকার

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১১

কলকাতা: বিতর্কিত সিঙ্গুরের জমি নিয়ে দায়ের মামলায় বুধবার কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের পক্ষে রায় দিয়েছেন।

এর ফলে রাজ্য সরকার টাটা শিল্পগোষ্ঠীর ন্যানো গাড়ি কারখানার জন্য অধিকৃত জমির আইনি অধিকার লাভ করল।

এদিন টাটাদের আর্জি নাকচ করলেন বিচারপতি।

এ রায় দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখার্জি ।

তিনি তার রায়ে বলেন, ‘সিঙ্গুরের রাজ্য সরকারের জমি অধিগৃহীত আইন বৈধ। রাজ্য তালিকার অন্তর্ভুক্ত বলেই এটা সাংবিধানিক। ’

সেই সঙ্গে বিচারপতি নির্দেশ দেন, ২৩ ও ২৪ ধারা অনুযায়ী টাটাদের ক্ষতিপূরণ দিতে হবে।

আগামী ৬ মাসের মধ্যে হুগলির জেলাশাসক ও পুলিশ সুপারকে এ ব্যাপারে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আইনি ব্যবস্থা নিতেও তিনি নির্দেশ দেন।

টাটাদের বর্তমান বাজার মূল্য ক্ষতিপূরণ দিতে হবে সরকারকে। এদিনের রায় অনুযায়ী সরকার সুস্থভাবে ৪০০ একর জমি অনিচ্ছুক কৃষকদের মধ্যে ফেরত দিতে পারবে।

তবে ২ নভেম্বর পর্যন্ত এ রায় স্থগিতাদেশ রেখেছে হাইকোর্ট। ফলে এ সময়ের মধ্যে সরকার জমি বণ্টন করতে পারবে না। যারা নিজেদের বঞ্চিত মনে করছেন তারা যাতে উচ্চ আদালতে যেতে পারেন তার রাস্তাও খোলা রাখল আদালত।

রায়ে সিঙ্গুরবাসী খুশি বলে জানান আদালতে উপস্থিত সিঙ্গুরের কৃষিজমি রক্ষা কমিটির নেতা মহাদেব দাস।

উল্লেখ্য, ২৬ সেপ্টেম্বর সিঙ্গুরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কৃষকদের ৪০০ একর জমি ফেরত দেওয়ার কথাও বলেছিলেন। এছাড়া ৬০০ একর জমিতে তিনি রেলের কারখানা করার কথাও দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।