ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

১২ অক্টোবর কলকাতায় বাংলাদেশ বইমেলা শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১১
১২ অক্টোবর কলকাতায় বাংলাদেশ বইমেলা শুরু

কলকাতা: প্রথমবারের মতো স্বতন্ত্রভাবে কলকাতায় বাংলাদেশি বই মেলা শুরু হবে আগামী ১২ অক্টোবর। কলকাতার রবীন্দ্র সদনের গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায় এই বই মেলা শুরু হবে।

চলবে ১৬ অক্টোবর পর্যন্ত।

যৌথভাবে এই মেলার আয়োজন করছে বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি।

সোমবার বিকালে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের মিলনায়াতনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক ফরিদ আহমদ। এ উপহাইকমিশনার মুহম্মদ মুস্তাফিজুর রহমান, প্রেস সচিব কাজি মুশতাক জহির প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিনের সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে ফরিদ আহমদ বলেন, ‘এই প্রথম বাংলাদেশের প্রকাশকদের উদ্যোগে আয়োজিত মেলাতে বাংলাদেশের ৩০টি প্রকাশন সংস্থা অংশ নেবে। এই মেলার উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। প্রতিদিন দুপুর ২টো থেকে রাত ৮টা পর্যন্ত। বইমেলার কোনও প্রবেশ মূল্য থাকছে না। প্রতিটি বই ক্রয় করলে ৩০ শতাংশ কমিশন দেওয়া হবে। ’

তিনি আরও বলেন, ‘পশ্চিমবঙ্গে বাংলাদেশি বইয়ের একটি বড় বাজার রয়েছে। বাংলাদেশি বইয়ের চাহিদা রয়েছে। কিন্তু বইয়ের অপর্যাপ্ততার কারণে তারা সুযোগ পাচ্ছেন না। এ মেলার মাধ্যমে আমরা চেষ্টা করবো সারা বছর যেন কলকাতার পাঠকরা বাংলাদেশের বই পেতে পারে। ’

এদিকে মেলা উপলক্ষে ১৪ অক্টোবর বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশের সৃজনশীল প্রকাশনা ও আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কলকাতার নেহেরু শিশু যাদুঘরে। সেখানে দুই বাংলার বিশিষ্ট লেখক, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্বরা ছাড়াও অংশ নেবেন মুক্তিযুদ্ধের সংগঠক শাহারিয়ার কবির।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।