ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নতুন বছরেও উষ্ণ থাকবে কলকাতা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
নতুন বছরেও উষ্ণ থাকবে কলকাতা প্রতীকী ছবি

কলকাতা: কলকাতায় বছর শেষের আমোদ-প্রমোদের উষ্ণতার ছোঁয়া বোধ হয় আবহাওয়ার গায়েও লেগেছে। গত কয়েক বছরের মতো এবারও তাপমাত্রা উষ্ণ থাকার জোর সম্ভাবনা রয়েছে৷ 

আগামী দুইদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে, যা স্বাভাবিকের চেয়ে বেশি৷ দিনের তাপমাত্রা থাকবে ২৬ থেকে ২৭ ডিগ্রির আশপাশে৷ ফলে ভোরে হালকা ঠাণ্ডা পড়লেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়বে।

শনিবার (৩০ ডিসেম্বর) কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৩ ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৫ ডিগ্রিতে৷ চলতি বছরে এই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি৷ আকাশ পরিষ্কার থাকায় রোদ চড়া৷ ফলে বেলা যত বাড়বে, অস্বস্তিও তত বাড়বে৷

তবে পশ্চিমবঙ্গের অন্য জেলার তাপমাত্রা কলকাতার চেয়ে একটু কম৷ কিন্তু শীতকালীন তাপমাত্রা থেকে পারদ কয়েক ডিগ্রি উপরে।

আবহাওয়া দফতরের পরিসংখ্যান বলছে, গত বছর ৩১ ডিসেম্বর শহরের তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রিতে৷ ২০১৫ সালে তাপমাত্রা ছিল ১৫.৭ ডিগ্রিতে, ২০১৪-তে ছিল ১৬.৭ ডিগ্রি৷ 

কলকাতা শহরে শীতের হিমেল বাতাস দুর্বল৷ এবছর কলকাতায় বছর শেষেও কড়া শীতের দেখা মিলবে না। ফলে শীতের আমেজ উপভোগ করতে পারবে না কলকাতাবাসী।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ৩০ ডিসেম্বর, ২০১৭
এসএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।