ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় দুই বাংলাদেশি গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১১

কলকাতা: বাংলাদেশি দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। বুধবার রাতে দক্ষিণ কলকাতার পাটুলি থানা এলাকায় এদের ধরা হয়েছে বলে কলকাতা পুলিশ সূত্রে জানা গেছে।



এদের বেআইনিভাবে ভারতে অবস্থান, চুরি ও নেশাদ্রব্য বিক্রি করার অভিযোগ এনে বৃহস্পতিবার আদালত থেকে ১৫ দিনের রিমান্ডে নিয়েছে কলকাতা পুলিশ।

কলকাতা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আসিফ আলি ও জাকির হোসেন সিদ্দিকির বাড়ি বাংলাদেশের দিনাজপুর জেলায়। তারা ভারতে বৈধভাবে ভিসা নিয়ে এসে অপরাধমূলক কাজকর্ম করতেন।

সূত্র আরও জানিয়েছে, এর আগে এই দুইজন বিভিন্ন অপরাধে কলকাতায় আট মাস জেলে ছিলেন। তখন তাদের ভারতীয় ভিসা বাতিল করে দেওয়া হয়। জেল থেকে ছাড়া পেয়ে তারা বাংলাদেশে গিয়ে ভুয়া নামে পাসর্পোট ভিসা করে আবার ভারতে আসেন। চুরির মালামাল তারা বাংলাদেশে পাচার করতেন।

তাদের কাছ থেকে পুলিশ ১৪ কেজি গাঁজা, ল্যাপটপ, মোবাইল ফোন, সোনার চেন ও নগদ বেশ কিছু ভারতীয় রুপি উদ্ধার করেছে।

ভারতীয় সময়: ১২২৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।