ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতা চলচ্চিত্র উৎসবে দেখানো হবে মেহেরজান!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১১

কলকাতা: বাংলাদেশে নিষিদ্ধ চলচ্চিত্র  `মেহেরজান’ এবার কলকাতা চলচ্চিত্র উৎসবে দেখানো হতে পারে বলে জানা গেছে।

উৎসব কমিটির একটি সূত্র রোববার জানিয়েছে, এই চলচ্চিত্রটি এবারের উৎসবে দেখানো হবে এবং এই চলচ্চিত্রটির পরিচালক রুবাইয়াত হোসেন কলকাতায় আসতে পারেন।



বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ আর ভালবাসার চিরন্তন গল্প নিয়ে ছবিটি নির্মাণ করছেন পরিচালক। এরা মোশন পিকচার্স এর ব্যানারে নির্মিত ছবিটির বাংলাদেশের পরিবেশক আশীর্বাদ চলচ্চিত্র । ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন বলিউডের বিখ্যাত অভিনেত্রী জয়া বচ্চন।
 
অন্যতম একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জী। এছাড়াও এই ছবিটির একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন হুমায়ুন ফরীদি।

উল্লেখ্য, এই ছবিটিতে মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছে বলে এটিকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘন্টা, নভেম্বর ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।