ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মহকুমা এবং জেলা সদরের দাবিতে ত্রিপুরায় আন্দোলন শুরু

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১১

আগরতলা (ত্রিপুরা):  মহকুমা এবং জেলা সদরের দাবিতে ত্রিপুরার বিভিন্ন জায়গাতে আন্দোলন শুরু হয়েছে। মাত্র দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী মানিক সরকার রাজ্যে জেলা, মহকুমা, এবং ব্লক বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন।

মুলত বিক্ষোভ দেখাচ্ছেন উত্তর জেলা এবং দক্ষিণ জেলার কিছু মানুষ।

উত্তর জেলাকে ভেঙ্গে এখন দুটি জেলা করা হয়েছে। নব গঠিত উত্তর জেলার সদর করা হয়েছে ধর্মনগরকে। এখানকার কাঞ্চনপুর মহকুমার মানুষের দাবি জেলা সদর করতে হবে জয়শ্রীকে। এ দাবিতে তারা আন্দোলন শুরু করেছে। আগামী সোমবার থেকে এখানকার মানুষ ধর্মঘটের ডাক দিয়েছে।

একই সমস্যা দক্ষিণ জেলাতেও। এখানে শান্তিবাজার এলাকার জনগণ শান্তিবাজারকে জেলা সদর করার দাবি জানাচ্ছে। এই দাবিতে তারা শুক্রবার জাতীয় সড়ক অবরোধ করেছে। শান্তিবাজার, বিলোনীয়া, এবং সাব্রুম নিয়ে নতুন দক্ষিণ জেলা। রাজ্য সরকার জেলা সদরের ঘোষণা দিয়েছে বিলোনীয়াকে। এটা মানতে চাইছেন না শান্তিবাজারের মানুষ।

এদিকে কংগ্রেস প্রশাসনের এই বিকেন্দ্রীকরণের চেষ্টাকে সি পি আই (এম)’র দলীয় কৌশল বলে উল্লেখ করেছে। কংগ্রেস বলছে, আগামী ২০১৩ সালের বিধান সভা নির্বাচনের দিকেই লক্ষ্য রেখেই মহকুমা, ব্লক এবং জেলার সংখ্যা বাড়ানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৫২০ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।