ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

লক্ষ্মীর চরণতলে পশ্চিমবঙ্গের শিল্পপতিরা!

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১১
লক্ষ্মীর চরণতলে পশ্চিমবঙ্গের শিল্পপতিরা!

কলকাতা: রাজ্যের শিল্পায়নে গতি আনতে ধনসম্পদের দেবী লক্ষ্মীর কাছে মহাযজ্ঞে বসেছেন পশ্চিমবঙ্গের শতাধিক শিল্পপতি।
কলকাতার কাছে হাওড়ার গ্রান্ড ট্যাঙ্ক রোডের ধারে গড়ে তোলা এক বিশাল যজ্ঞমঞ্চে শনিবার এ যজ্ঞ ও পূজা শুরু হয়।

একটানা ৯ দিন ধরে যজ্ঞ চলবে।

ভারতের বিশিষ্ট শিল্পপতি ও রাজ্যের বাসিন্দা বি কে বিড়লা ও তার স্ত্রী সরলা দেবী এ মহাযজ্ঞের সূচনা করেন।
যজ্ঞের জন্য ১০০টি যজ্ঞকু- তৈরি করা হয়েছে। ভারতের উত্তর প্রদেশের হরিদ্বারের গুরু প্রখরজি মহারাজের তত্ত্বাবধানে এ

মহাযজ্ঞ সম্পন্ন করবেন বিভিন্ন রাজ্য থেকে আসা ৫০০ জন পুরহিত।

আগামী ৯ দিন যজ্ঞের আসরে উপস্থিত থাকবেন রাজ্যের বহু শিল্পপতি।

যজ্ঞের উদ্যোক্তাদের দাবি, এর আগে বিভিন্ন সময়ে হরিয়ানা ও কানপুরের শিল্পপতিরা এ ধরনের মহাযজ্ঞ ও পূজা আয়োজন করে ব্যাপক ফল পেয়েছেন। তাই পশ্চিমবঙ্গের বেহাল অর্থনীতিতে গতি আনতে এবার রাজ্যের শিল্পপতিরাও এ মহাযজ্ঞের পথকে বেছে নিয়েছেন।

যদিও অর্থনীতিবিদরা এরই মধ্যে শিল্পপতিদের নানা ফর্মুলা দিয়েছেন। সরকারও কম আশ্বাস দেয়নি। তবু সেসব আশ্বাসে বিশ্বাস না রেখে শিল্পপতিরা সদলবলে মা লক্ষ্মীর চরণতলে জমা হচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।