ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দলের নেতা-কর্মীদের সৎ হওয়ার আহ্বান মমতার

রক্তিম দাশ,সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, নভেম্বর ২, ২০১১

কলকাতা: দলীয় নেতা থেকে সাধারণ কর্মী সকলকেই নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সভাপতি মমতা ব্যানার্জি।

বুধবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমুলের সাংগঠনিক নির্বাচনে পূনরায় সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হয়ে একথা বলেন মমতা।



এদিন তিনি দলীয় কর্মীদের সর্তক করে দিয়ে বলেন, ‘দলের মধ্যে বিশৃঙ্খলা ও ঔদ্ধত্য সহ্য করা হবে না। দলে অন্যায় করলে কাওকেই রেহাত করা হবে না। অন্যায় করলে বাড়ির লোকদের প্রশ্রয় দিই না। দলের লোকদেরও দেব না। ’

তৃণমুল সভানেত্রী এদিন পরিস্কার জানিয়ে দেন, ‘তৃণমূল কংগ্রেসকে বিশ্বের দরবারে শিক্ষণীয় করে তুলতে হবে। এর জন্য দলের নেতা ও কর্মীদের সততার সঙ্গে কাজ করতে হবে। নেতাদের মনে অহঙ্কার জন্মালে চলবে না। ’

তিনি বলেন,‘ মাত্র বারো বছরের একটি দল। আর তৃণমূল সু-শৃঙ্খলিত দল। ভোগের জন্য ক্ষমতা দখল নয়। ত্যাগের মাধ্যমে ক্ষমতা দখল করতে হবে। নেতাদের থেকে কর্মীরাই আমার কাছে বেশী সম্পদ। টাকা নিয়ে কোন কাজ নয়। ’

এদিন ডেভলাপার ব্যবসায় দলের নেতাদের ওপর নিষেধাজ্ঞা জারি করার পাশাপাশি ৩৪ বছরের বাম জমানার ফের তীব্র সমালোচনা করলেন মমতা বলেন, ‘বাম সরকার ৩৪ বছরে রাজ্যকে দেউলিয়া করে গিয়েছে।

পাঁচ মাসে যা করেছি, ৩৪ বছরে তা পারেনি বামেরা। সরকারের বর্তমান যা হাল, নিলামে দিলেও বিক্রি হত না। আগামী ২০১২ সালের মধ্যে রাজ্যের সব কাজ (তৃণমূলের দাবি মত) সম্পন্ন হয়ে যাবে। ’
 
একই সঙ্গে এদিন বেশ কিছু কর্মসূচীর কথা ঘোষণা করেন মমতা। এর মধ্যে রয়েছে সংখ্যালঘু সম্প্রদায় ও কৃষকদের উন্নতির কথা। সংখ্যালঘুদের উন্নয়নের জন্য প্রতিটি ব্লকে আলাদা অফিস গড়ে তোলার কথা তিনি বলেন।

এছাড়াও কৃষকদের উন্নতির জন্য রয়েছে কৃষকবন্ধু তৈরির কথা। প্রতিটি ব্লকে দু’জন করে কৃষকবন্ধু নিয়োগ করার কথা জানান তিনি। পাশাপাশি রাজ্যে নতুন হাসপাতাল, স্কুল-কলেজ, হিমঘর তৈরির কথা বলেন।

ভারতীয় সময়: ১৮৩০ ঘন্টা, নভেম্বর ০২,২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।