ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পেট্রোলের মূল্যবৃদ্ধিতে অসন্তুষ্ট মমতা, কথা বলবেন প্রণব

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১১

কলকাতাঃ ভারতে পেট্রোলের দাম বৃদ্ধিতে অসন্তুষ্ট পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখার্জি। ।



শনিবার কলকাতায় তিনি সাংবাদিকদের বলেন, তেলের দামের বাজার নিয়ন্ত্রণ ভারত সরকার করে না। পেট্রোলিয়াম সংস্থাগুলি তেলের দাম বাড়ায়। আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মেলাতে এই তেলের দাম বৃদ্ধি করা হয়েছে।

তিনি আরও বলেন, পেট্রোল, ডিজেল, গ্যাসের দামের ওপরে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। শুক্রবার প্রধানমন্ত্রী বলেন, বাজার নিজের পথেই চলবে। বিনিয়ন্ত্রণের পথেই বাজারকে চলতে দিতে হবে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে মমতা ব্যানার্জি অসন্তোষ প্রকাশ করায় অর্থমন্ত্রী বলেন, ‘সরকার দ্রুত তার সঙ্গে কথা বলবেন।

শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, কংগ্রেস কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের সঙ্গে আলোচনা করে না। অথচ তারা সরকারের সমর্থনে রয়েছেন।

এদিকে, পেট্রোলের মূল্যবৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দল বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আদভানী, সিপিএমের পক্ষ থেকে বৃন্দা কারাত তীব্র ভাষায় সরকারের সমালোচনা করেছেন। এছাড়া সিপিআই-এর এবি বর্ধনও এই মূল্যবৃদ্ধি বিরোধিতা করেছেন।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।