ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরা-কলকাতা রুটে বিমান ভাড়া অস্বাভাবিক বাড়ল

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১১

আগরতলা (ত্রিপুরা) : এক লাফে প্রায় ৭৫ শতাংশ বিমান ভাড়া বাড়িয়েছে বিমান পরিবহন সংস্থাগুলো। মুলত এ ভাড়া বেড়েছে আগরতলা থেকে কলকাতা রুটে।

এনিয়ে ত্রিপুরার মানুষের মধ্যে ব্যপক ক্ষোভ দেখা দিয়েছে।

আগরতলা থেকে কলকাতা রুটে জেট এয়ারওয়েজে আগে ন্যুনতম ভাড়া ছিল ২১৮০ রুপি। তা এখন বেড়ে দাঁড়িয়েছে ৩৩৫০ রুপি।

ইন্ডিগো এয়ারলাইন্সের ন্যুনতম ভাড়া ছিল ১৯০০ রুপি। এখন ন্যুনতম ভাড়া হয়েছে ৩৩৫০রুপি। ইন্ডিয়ান এয়ারলাইন্সের ভাড়া আগে সবচেয়ে কম ছিল। তাদের ন্যুনতম ভাড়া ছিল ১৫০০ রুপি। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৩১৫০ রুপি।

এভাবে এক লাফে এত ভাড়া বৃদ্ধির জন্য বিমান পরিবহন সংস্থা গুলো বলছে, জ্বালানির দাম বৃদ্ধির কথা। কিন্তু কারণ যাই থাকুক না কেন, ভোগান্তির শিকার হবেন সাধারণ মানুষই।

আগরতলা থেকে রেল, সড়ক এবং বাংলাদেশের উপর দিয়ে কলকাতার সাথে যোগাযোগের সুযোগ রয়েছে। কিন্তু এখানকার মানুষ কলকাতার সাথে যোগাযোগের জন্য বিমানের উপরই  সবচেয়ে বেশি নির্ভর করে। কারণ এতে সময় এবং তুলনামূলকভাবে টাকা কম লাগে। কিন্তু এভাবে বিমান ভাড়া বৃদ্ধির ফলে অসুবিধা হবে সাধারণ মানুষের।

শুধু আগরতলা থেকে কলকাতার বিমান ভাড়াই নয়, আগরতলার সাথে বিমানে যাওয়া যায় এমন সব কয়টি জায়গারই ভাড়া বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।