ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দার্জিলিং পৌর নির্বাচনে অংশ নিচ্ছে না জিএনএলএফ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১১

কলকাতা: দার্জিলিং জেলার পাহাড়ে ৪টি পৌরসভার ভোটে বৈধতার প্রশ্ন তুলে নির্বচন বয়কট করেছে একদা পাহাড়ে অসংম্বাদিত নেতা সুভাষ ঘিসিংয়ের দল জিএনএলএফ।

জলাপাইগুড়ি শহরে জিএনএলএফ’র কেন্দ্রীয় কমিটির বৈঠকে পর সোমবার সকালে সুভাষ ঘিসিং বলেন, ১৯৮৮ এবং ২০০৫ সালে রাজ্য সরকারের সাথে সাবেক গোর্খা হিল কাউন্সিলের যে চুক্তি হয়, তাতে পাহাড়ের পৌরসভা এবং পঞ্চায়েতে রাজ্য সরকারের নির্বাচনের কোনও অধিকার নেই।



তবে এখনই বিরোধিতার পথে হাঁটতে নারাজ তিনি। তাই ভোটে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।