ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরার আর্থিক প্যাকেজের দাবি গুরুত্ব দেওয়া হবে: মনমোহন

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১১
ত্রিপুরার আর্থিক প্যাকেজের দাবি গুরুত্ব দেওয়া হবে: মনমোহন

আগরতলা (ত্রিপুরা):  ত্রিপুরার জন্য আর্থিক প্যাকেজের দাবি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন প্রধান মন্ত্রী মনমোহন সিং।

মঙ্গলবার মহাকরণে এক সাংবাদিক সন্মেলনে একথা জানান মুখ্য মন্ত্রী মানিক সরকার।


 
গত কয়েক বছর ধরে প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির তীব্র সমালোচনা করে আসছে বামপন্থীরা। এ জায়গায় কমিউনিস্ট মুখ্য মন্ত্রীর মুখে প্রধানমন্ত্রীর জন্য প্রশংসা বিশেষ তাৎপর্য পূর্ণ।
এ সপ্তাহেই প্রধানমন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রীর কথা হয় ত্রিপুরা প্রসঙ্গে।

মানিক সরকার জানিয়েছেন,  আর্থিক প্যাকেজের বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে তার কথা হয়েছে। ত্রিপুরা ১৩ হাজার কোটি টাকার বিশেষ প্যাকেজের দাবি করছে এক বছর যাবত। কারন ত্রয়োদশ অর্থ কমিশন ত্রিপুরাকে তার প্রয়োজনীয় অর্থ দেয় নি। যার ফলে রাজ্য প্রচন্ড ভাবে আর্থিক সমস্যার মুখোমুখি হচ্ছে। এই সমস্যার হাত থেকে বেড়িয়ে আসতেই বিশেষ আর্থিক প্যাকেজের দাবি করা হয়েছিল কেন্দ্রের কাছে।

এর আগে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে ২১ হাজার কোটি টাকার বিশেষ আর্থিক প্যাকেজ দেওয়ার ঘোষণা দিয়েছিল।

সংবাদিক সন্মেলনে মানিক সরকার বলেছেন, প্রধানমন্ত্রী ত্রিপুরার দাবি শুনে বলেছেন যা দাবি করা হচ্ছে সেই টাকার অঙ্ক বিশাল। তবে আমরা প্রতিটি বিষয় খতিয়ে দেখে কতটা সাহায্য করা যায় দেখব। প্রধানমন্ত্রী এও জানিয়েছেন যে আমরা উত্তর পূর্বাঞ্চল সম্পর্কে বিশেষ গুরুত্ত দিচ্ছি।

সম্প্রতি আর্থিকভাবে ত্রিপুরা সরকার বেশ বেকায়দায় রয়েছে। আর্থিক সমস্যার কারনে রাজ্যে নতুন চাকরি দেয়া বন্ধ। সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতাও দেওয়া যাচ্ছেনা। এমনকি অনেক এলাকায় উন্নয়ন মূলক কাজও বন্ধ রাখতে হচ্ছে সরকারকে। এ আবস্থায় বিশেষ আর্থিক প্যাকেজ না পেলে সমস্যা আরও গভীর হবে ত্রিপুরায়।    
 
বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, নভেম্বর ১ৰ ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।