ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় মাতৃত্বকালীন ছুটির মেয়াদ বাড়লো

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১১

আগরতলা (ত্রিপুরা):  ত্রিপুরায় মাতৃত্বকালীন ছুটির মেয়াদ বেড়েছে। এতদিন নারী কর্মচারীরা মাতৃত্বকালীন ছুটি পেতেন ৯০ দিন বা তিন মাস।

এখন তা বেড়ে হয়েছে ১৮০ দিন বা ছয় মাস।

গত মঙ্গলবার রাজ্যমন্ত্রী সভার বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নতুন এ সিদ্ধান্ত ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

তিনি এ ঘোষণা দিয়ে বলেন, ভারত সরকারের সঙ্গে মিলিয়ে এবার রাজ্যে নারী কর্মচারীদের মাতৃত্বকালীন ছুটির মেয়াদ বাড়িয়ে ১৮০ দিন করা হলো।

ভারতের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রীয় সারকারের কর্মচারীরা অনেক দিন আগে থেকেই মাতৃত্বকালীন ছুটি ১৮০ দিন ভোগ করে আসছেন।

ত্রিপুরার ডান বাম দুই কর্মচারী সংগঠনই দীর্ঘ দিন ধরে দাবি জানিয়ে আসছিল নারীদের জন্য মাতৃত্বকালীন ছুটির মেয়াদ বাড়ানোর জন্য। শেষপর্যন্ত কর্মচারীদের সেই দাবি পূরণ হলো।

এদিকে বিরোধী রাজনৈতিক সংগঠনগুলো বলেছে, সরকারের এ সিদ্ধান্ত আসন্ন বিধান সভা নির্বাচনের আগে কর্মচারীদের খুশি করার জন্য সস্তা চমক।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।