ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

লোকায়ুক্ত আইন কার্যকর হচ্ছে ত্রিপুরায়

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১১

আগরতলা (ত্রিপুরা) :  ত্রিপুরায় কার্যকর হতে যাচ্ছে লোকায়ুক্ত আইন। খুব শিগগিরই এ আইন কার্যকর হবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্য মন্ত্রী মানিক সরকার।

উল্লেখ্য, ২০০৮ সালেই লোকায়ুক্ত আইন পাশ হয়েছিল রাজ্য বিধান সভাতে। এরপর এ আইনকে রাজ্যে চালু করার জন্য দেশের রাষ্ট্রপতির অনুমোদনের প্রয়োজন ছিল। রাষ্ট্রপতির অনুমোদনের জন্য তা পাঠানো হয়েছিল দিল্লিতে। সম্প্রতি রাষ্ট্রপতি প্রতিভা দেবী সিং পাতিল তাতে স্বাক্ষর করেছেন। ফলে এখন আইন চালু করার ক্ষেত্রে আর কোনও বাধা রইলো না।

উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরাতেই প্রথম চালু হচ্ছে এ ধরনের একটি আইন।

এ আইন অনুযায়ী যে কোনও জনপ্রতিনিধির উপর অভিযোগ উঠলে তা তদন্ত করা যাবে। লোকায়ুক্ত আইনের আওতায় থাবেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে গ্রাম প্রধান পর্যন্ত।

সম্প্রতি সারা দেশে এধরনের একটি আইন পাশ করানোর জন্য আন্দোলন করেন সমাজ সেবী আন্না হাজারে। তিনি অবশ্য জন লোকপাল বিল চাইছেন।

দেশের কয়েকটি রাজ্যে লোকায়ুক্ত আইন রয়েছে। সম্প্রতি কর্ণাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা তার চেয়ার হারান তার বিরুদ্ধে ওঠা অভিযোগের কারণে। এমনকি তাকে জেলে পর্যন্ত যেতে হয় ওই অভিযোগের জন্য।

লোকায়ুক্ত আইনের আওতায় থাকার ফলে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের এবং তদন্ত করা সম্ভব হয়েছিল।

মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, ২০০৮ সালে আইন পাশ করার পরও আমরা অপেক্ষা করছিলাম কেন্দ্রীয় সরকারের দিকে চেয়ে। আমরা ভেবেছিলাম কেন্দ্রীয় সরকার জন লোকপাল বিল পাশ করবে। কেন্দ্রীয় সরকার আইন পাশ করলে আমাদের আর কোনও পৃথক আইনের প্রয়োজন হবে না। কিন্তু এখন দেখছি দেরি হয়ে যাচ্ছে। তাই আমরা নিজেরাই আইন করে তা চালু করে দিচ্ছি।  

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।