ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মাওবাদীদের হিটলিস্টে মমতাসহ একাধিক মন্ত্রী, সতর্ক করল গোয়েন্দারা

রক্তিম দাশ. সিনিয়র করেনপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১১

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আহ্বানে সাড়া দিয়ে যখন একের পর এক মাওবাদীরা আত্মসমর্পণ করছে, অন্যদিকে যৌথবাহিনীর আক্রমণ আর জনগণের প্রতিরোধে দিশেহারা মাওবাদীরা এবার মুখ্যমন্ত্রীসহ তৃণমূলের ১১ শীর্ষ নেতার উপর নতুন করে হামলার ষড়যন্ত্র করছে বলে কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের তরফে রাজ্য সরকারকে সাবধান করে দেওয়া হয়েছে।

শুক্রবার নয়াদিল্লির একটি সূত্র জানিয়েছে, কেন্দ্রীয় ইন্টেলিজেন্সি ব্যুরো রিপোর্টে বলা হয়েছে, তৃণমূলের ১১ জন শীর্ষ নেতাকে হত্যার পরিকল্পনা করেছে মাওবাদীরা।

এদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী মুকুল রায়, গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী শিশির অধিকারী।
এছাড়াও মাওবাদীদের তালিকায় রয়েছেন সাংসদ তথা তৃণমূল যুব-কংগ্রেসের সভাপতি শুভেন্দু অধিকারীসহ প্রমুখ।

সম্প্রতি রাজ্য গোয়েন্দা দফতরের তরফ থেকেও ওই একই সতর্কবার্তা জারি করা হয়েছে।

স্বাভাবিক ভাবেই কেন্দ্র ও রাজ্য গোয়েন্দা দফতরের এই সতর্কবার্তাকে বিশেষ গুরত্ব দিচ্ছে রাজ্য সরকার। ফলে ১১ জন ওই শীর্ষ নেতার নিরাপত্তা ওপর বিশেষ জোর দিয়েছে রাজ্য প্রশাসন।

এদিকে, পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে খুনের হুমকি এবং মুখ্যমন্ত্রীকে হুশিয়ারি দেওয়া মাওবাদী পোস্টার পাওয়া গেছে কলকাতার খাদ্যভবনের সামনে।

এদিন সকালে খাদ্যভবনে খাদ্য সচিবের কক্ষের বাইরে ১১টি পোস্টার লক্ষ্য করা যায়। পোস্টারে জঙ্গলমহল থেকে খাদ্য সরবরাহ দফতর তুলে নেওয়া এবং খাদ্য সরবরাহ বন্ধ করার হুমকি দেওয়া হয়েছে। জঙ্গলমহলের জনগণের জন্য নেওয়া খাদ্য দফতরের বিভিন্ন নীতির জন্য খাদ্যমন্ত্রীকে খুনের হুমকি দেওয়া হয়। পুলিশ পোস্টারগুলি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এদিকে এই ঘটনার পর খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, তাকে খুনের হুমকি দিয়ে জঙ্গলমহলের উন্নয়ন ও শান্তিপ্রক্রিয়াকে ব্যাহত করা যাবে না। রাজ্য সরকারের পক্ষ থেকে জঙ্গলমহলের জনগণের জন্য আরও বেশি খাদ্যদ্রব্য সরবরাহ করা হবে।

এদিন তিনি নিজের নিরাপত্তার চেয়ে জঙ্গলমহল এলাকার খাদ্য দফতরের কর্মীদের নিরাপত্তা নিয়ে ভাবছেন বলে জানান।

ভারতীয় সময়: ১৫৪৬ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।