ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় বন্য হাতির আক্রমণে এক ব্যক্তি আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
ত্রিপুরায় বন্য হাতির আক্রমণে এক ব্যক্তি আহত

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরায় বন্য হাতির আক্রমণে রঞ্জিত নম (৬০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাজ্যের খোয়াই জেলার কৃষ্ণপুরের বারোঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

 

জানা যায়, জ্বালানি কাঠ সংগ্রহ করতে বাড়ি থেকে কিছুটা দূরে বারোঘাটের গভীর জঙ্গলে যায় রঞ্জিতসহ কয়েকজন। এ সময় বন্য হাতি তাকে শুর দিয়ে পেঁচিয়ে মাটিতে আছড়ে ফেলে। এতে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে তার সঙ্গীরা তাকে উদ্ধার স্থানীয় তেলিয়ামুড়া হাসপাতালে ভর্তি করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে পাঠায়।  

তেলিয়ামুড়া হাসপাতালের চিকিৎসকরা জানান, শরীরের বাইরের অংশে কোনো সমস্যা নেই রঞ্জিতের। ভেতরে সমস্যা থাকতে পারে। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে।  

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
এসসিএন/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।