ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

উত্তরের হিমেল হাওয়ায় কলকাতায় জেঁকে বসেছে শীত

ভাস্কর সরদার, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১
উত্তরের হিমেল হাওয়ায় কলকাতায় জেঁকে বসেছে শীত

কলকাতা: বিদায়ের আগে কলকাতায় জেঁকে বসেছে শীত। উত্তরের হিমেল হাওয়া ও কুয়াশায় তাপমাত্রার পারদ ক্রমেই নামছে নিচে।

 

রোববার (২৪ জানুয়ারি) সকালে কলকাতার আকাশে দেখা দেয় ঘনকুয়াশা। এতে গাড়ি ভোগান্তিতে পড়েন যানবাহন চালকরা। দুর্ঘটনা এড়াতে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জায়গায় ধীর গতিতে যান চলাচল করছে। পাশাপাশি, কুয়াশার কারণে কলকাতা বিমানবন্দরে প্লেন ওঠানামায় ধীরগতি দেখা গেছে।

এর আগে শনিবার (২৩ জানুয়ারি) কলকাতা বিমানবন্দরে ভারতীয় সময় সকাল সাতটার পর থেকে কিছু সময় বন্ধ ছিল প্লেন ওঠানামা।

গত দুদিনের তুলনায় তাপমাত্রা নেমেছে কলকাতার জেলাগুলোতে। পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বাংলানিউজকে জানান, উত্তরের হিমেল হাওয়া বজায় থাকায় শীতের আমেজ বেড়েছে। তবে শীতের দাপট বেশি দিন স্থায়ী হবে না। আগামী সপ্তাহের শুরুতে তাপমাত্রা বাড়তে পারে।

গত বছরের শেষের কয়েকদিন তাপমাত্রা এতটাই বেড়েছিল তাতে অনেকেই মনে করেছিলেন শীত বুঝি বিদায় নিয়েছে। কিন্তু সেই ধারণাকে ভুল প্রমাণ করে আবারও কলকাতাসহ পশ্চিমবঙ্গে বেড়েছে শীতের তীব্রতা।
গত এক দশকের পরিসংখ্যানে দেখা যাচ্ছে এবারের শীতে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল নয় ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।