ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে ফের বাড়ছে করোনা সংক্রমণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২১
পশ্চিমবঙ্গে ফের বাড়ছে করোনা সংক্রমণ

কলকাতা: পরপর দুই দিন ৬০০-এর নিচে থাকার পর পশ্চিমবঙ্গে ফের বাড়ল করোনা ভাইরাস শনাক্তের সংখ্যা। বুধবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, একদিনে রাজ্যটিতে নতুন করে শনাক্ত হয়েছেন ৬৭৯ জন।

মৃত্যু হয়েছে ১৩ জনের।  

দৈনিক শনাক্তের নিরিখে প্রথমে রয়েছে উত্তর ২৪পরগনা। তারপরেই রয়েছে কলকাতা। উত্তর ২৪ পরগনায় একদিনে শনাক্ত হয়েছেন ১১৬ জন এবং কলকাতায় আক্রান্ত ১০৬ জন। তবে শুধু দক্ষিণবঙ্গ নয়, রাজ্যটির উত্তরবঙ্গে আক্রান্তের কারণে স্বাস্থ্য দফতরের চিন্তা বাড়ছে। সরকারি তথ্য অনুযায়ী, দার্জিলিংয়ে একদিনে শনাক্ত হয়েছেন ৪৯ জন। সেখানে মৃত একজন।

অপরদিকে, চারদিনেরও কম সময়ে দৈনিক টিকা দেওয়ার ক্ষেত্রে ফের রেকর্ড গড়েছে ভারত। গত ২৪ ঘণ্টায় ১ কোটির বেশি মানুষকে  টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুয়ায়ী, ১ কোটি ৮ লাখ ৮৩ হাজার ৯৬৩ জনকে একদিনে টিকা দেওয়া হয়েছে। তবে করোনার তৃতীয় ঢেউ নিয়ে আতঙ্ক ভারতজুড়ে। ভারতে গত একদিনে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৪১ হাজার ৯৬৫ জন। মৃত ৪৬০ জন। এই মুহূর্তে দেশটির বাকি রাজ্যগুলিতে করোনা ভাইরাস খানিকটা নিয়ন্ত্রণে এলেও শনাক্তের পরিস্থিতি উদ্বেগজনক আকার নিয়েছে দক্ষিণের রাজ্য কেরালায়। বিপদ বাড়ছে মহারাষ্ট্রেও। গত ২৪ ঘণ্টায় শুধু কেরালাতেই ১৯ হাজার ৬২২ জন নতুন করে শনাক্ত হয়েছেন, মৃত্যু ১৩২ জনের। মহারাষ্ট্রে করোনায় কাবু হয়েছেন ৩ হাজার ৭৪১ জন।

এদিকে, উড়িষ্যা সরকার রাজ্যে শনি-রোব অর্থাৎ সপ্তাহান্তের লকডাউন তুলতে উদ্যোগ নিল। সেখানে কোভিড গ্রাফের নিম্নগতি হওয়ায় এই সিদ্ধান্ত বলে জানা যায়। তবে পশ্চিমবঙ্গে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাত্রিকালীন কারফিউ জারি রয়েছে। পাশাপাশ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত করোনার কড়া বিধিনিষেধ বহাল থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

বাংলাদেশ সময়: ০০১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২১
ভিএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।