ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় কবে শপথ নেবে তৃণমূল সরকার, জানালেন কুনাল ঘোষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
ত্রিপুরায় কবে শপথ নেবে তৃণমূল সরকার, জানালেন কুনাল ঘোষ

আগরতলা (ত্রিপুরা): আগামী ১৫ সেপ্টেম্বর আগরতলায় পদযাত্রা করবেন তৃণমূল কংগ্রেস দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।  

শুক্রবার (১০ সেপ্টেম্বর) আগরতলায় সংবাদ সম্মেলন করে এ কথা জানালেন তৃণমূল কংগ্রেস দলের মুখপাত্র কুনাল ঘোষ।

তিনি বলেন, আগামী ৪ থেকে ৯ মার্চের মধ্যে যে দিনটি সবচেয়ে শুভ, সেই দিন ত্রিপুরা রাজ্যের তৃণমূল সরকার শপথ নেবে।  

তিনি আরও বলেন, ত্রিপুরা রাজ্যে এখন সন্ত্রাস বনাম সন্ত্রাস চলছে। তা হচ্ছে সিপিআইএম বনাম বিজেপি। তবে তৃণমূল এই সন্ত্রাসের মধ্যে যাবে না। তৃণমূল কংগ্রেস দল উন্নয়নের জন্য কাজ করছে। তৃণমূল কংগ্রেসে একটি ভোট মানে হচ্ছে ত্রিপুরা রাজ্যেও কন্যাশ্রী, সবুজ সাথী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভান্ডার ইত্যাদি প্রকল্পও ত্রিপুরাবাসী পাবেন।  

কুনাল ঘোষ বলেন, তৃণমূল কংগ্রেস ত্রিপুরা রাজ্যে মাটি কামড়ে লড়াই করবে এবং মানুষের জন্য কাজ করবে। বিজেপি ইতিমধ্যে বুঝে গেছে যে, ত্রিপুরার মানুষ তৃণমূলকে চাইছেন। তাই বিজেপি এখন সিপিআইএম’কে গুটি হিসেবে ব্যবহার করছে তৃণমূলকে আটকাতে।  

কুনাল ঘোষের আহ্বান, রাজ্যের বর্তমান নেতা-মন্ত্রীর জন্য সাবেক মুখ্যমন্ত্রী, সাবেক মন্ত্রী ইত্যাদি তৈরি করে রাখেন। পরবর্তী সময় এগুলো তাদের কাজ দেবে।  

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব, ত্রিপুরা রাজ্যের নেতা সুবল ভৌমিকসহ অনেকেই।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
এসসিএন/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।