ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরা সফরে আসছেন ভারতের উপরাষ্ট্রপতি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২১
ত্রিপুরা সফরে আসছেন ভারতের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু

আগরতলা (ত্রিপুরা): দুই দিনের সফরে ত্রিপুরায় আসছেন ভারতের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু।  

উত্তর-পূর্ব ভারত সফরের অংশ হিসেবে তিনি বুধবার (৬ অক্টোবর) বিশেষ ফ্লাইটে আগরতলায় আসবেন।

 

তাকে স্বাগত জানাতে এম বি বি বিমানবন্দরে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, ভারত সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তরের মন্ত্রী প্রতিমা ভৌমিকসহ ত্রিপুরা রাজ্য মন্ত্রিসভার অন্য সদস্য ও প্রশাসনের কর্মকর্তারা।
 
আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলা স্মার্টসিটির একাধিক প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করবেন ভেঙ্কাইয়া নাইডু। এর পাশাপাশি উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জায়গার হস্ততাঁত এবং হস্তকারু শিল্পের প্রদর্শনী ঘুরে দেখবেন তিনি। পূর্বোত্তর পর্ষদ আয়োজিত ওই প্রদর্শনীর শিল্পীদের সঙ্গে মতবিনিময় করবেন।  
 
বুধবার বিকেলে রাজভবনে ত্রিপুরা রাজ্যের শিল্পীদের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। বৃহস্পতিবার উপরাষ্ট্রপতি আগরতলা থেকে নাগাল্যান্ডের উদ্দেশে রওয়ানা হবেন। এখন তিনি আসাম এবং মেঘালয় সফরে রয়েছেন।  

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২১
এসসিএন/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।