ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

২০ কোটির পূজামণ্ডপে নিভে গেল লেজার আলো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২১
২০ কোটির পূজামণ্ডপে নিভে গেল লেজার আলো

কলকাতা: কলকাতার দুর্গাপূজায় এবার অন্যতম সেরা আকর্ষণে রয়েছে ২০ কোটি রুপির মণ্ডপ। এখানেই শেষ নয়, প্রতিমার গায়ে আছে ৪৫ কেজি স্বর্ণের গয়না।

এত সরঞ্জামে এ বছর দুবাইয়ের সবচেয়ে উঁচু ভবনের স্বাদ দিয়েছে সল্টলেকের শ্রীভূমি স্পোর্টিংয়ে বুর্জ খলিফা আদলে মণ্ডপ তৈরি করে।  

ওই মণ্ডপের দায়িত্বে আছেন পশ্চিমবঙ্গের দমকল মন্ত্রী সুজীত বসু। শ্রীভূমির টানে বাংলার কাতারে কাতারে মানুষ সল্টলেকের লেকটাউনমুখী।

কিন্তু সেই নকল বুর্জ খলিফাই এখন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে কলকাতা বিমানবন্দরের। পাইলটদের আপত্তিতে মঙ্গলবার (১২ অক্টোবর) বুর্জ খলিফার লেজার আলো বন্ধ করতে বাধ্য হলেন উদ্যোক্তারা।  

বিমান কতৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, অতি রশ্মির লেজার আলোয় বিমান ওঠা-নামায় সমস্যা হচ্ছে।

সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, তিনটি আলাদা আলাদা বিমানের পাইলট কলকাতা এটিসি’র কাছে অভিযোগ জানিয়েছেন। এটিসি সে বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষকে জানিয়েছে। এয়ারপোর্ট অথরিটির পক্ষ থেকে আপত্তির কথা জানানো হয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবকে। এরপরই সেই লেজার আলো নিভিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পূজা উদযাপন কমিটি।  

উল্লেখ্য, এ বছর ৪৯তম পূজা শ্রীভূমি স্পোর্টিং ক্লাব বানিয়েছিল বুর্জ খলিফার আদলে পূজামণ্ডপ। পর পর গত দুই বছর তারা বানিয়েছিল বাহুবলী ও পদ্মাবতীর সিনেমা সেট। এই দুর্গাপূজা দেখতে প্রত্যেকবারই উপচে পড়ে ভিড়। এবারও তাই হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, ১৩ অক্টোবর ২০২১
ভিএস/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।