ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় ৭ বাংলাদেশি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২১
ত্রিপুরায় ৭ বাংলাদেশি আটক

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরার পশ্চিম জেলার আমতলী থানার সন্তোষনগর এলাকা থেকে সাত বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। শনিবার (১৬ অক্টোবর) সন্ধ্যার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

এরা হলেন- শফিকুল ইসলাম (৩৮), মোহাম্মদ মামুন হোসেন (৩৪), আব্দুল মুনাফ আলী (৪০), আব্দুর রাজ্জাক (৩২), মো. হান্নান (৩১), মো. রেজান হোসেন (৩৯) ও মো. নজরুল ইসলাম (৩১)।  

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্ধার্থ কর জানান, তাদের কাছে খবর আসে সন্তোষনগর এলাকার সুকেশ সরকার নামে এক ব্যক্তির বাড়িতে সাতজন বাংলাদেশের নাগরিক রয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যার দিকে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির ভেতর একটি নির্মাণাধীন ঘর থেকে তাদের আটক করা হয়।

তিনি আরও জানান, এ সময় তারা পুলিশকে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এছাড়া বাড়ির মালিক সুকেশকে বাড়িতে পাওয়া যায়নি। কী কারণে তারা অবৈধভাবে ত্রিপুরা রাজ্যে প্রবেশ করেছেন তা জানার চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২১
এসসিএন/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।