ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলা পৌর নির্বাচনে ২০১ প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
আগরতলা পৌর নির্বাচনে ২০১ প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা

আগরতলা (ত্রিপুরা): ২০২১ সালের আগরতলা পৌর নিগমের নির্বাচনে ২০১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বুধবার (২৪ নভেম্বর) ত্রিপুরা রাজ্য নির্বাচন দপ্তর এ তথ্য জানিয়েছে।

এদের মধ্যে বিজেপির ৫১ জন, সিপিআইর তিনজন, সিপিআইএমের ৪০ জন, কংগ্রেসের ৩৩ জন, সারা ভারত ফরওয়ার্ড ব্লকের একজন, আমরা বাঙালির চারজন, আরএসপির দুজন, এসইউসিআইয়ের পাঁচজন, তৃণমূল কংগ্রেসের ৫১ জন এবং ১১ জন নির্দলীয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এবারের নির্বাচনে মোট ভোটকেন্দ্র রয়েছে ৪৩৯টি। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিনজন পর্যবেক্ষক এবং ৫৪ জন সেক্টর অফিসার নিযুক্ত করা হয়েছে। ভোটগ্রহণ কর্মী নিয়োগ করা হয়েছে দুই হাজার ৫২৫ জন।

এই নির্বাচনে মোট ভোটার রয়েছেন তিন লাখ ৪৫ হাজার ২৩৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭০ হাজার ৪৬৭ জন, নারী ভোটার এক লাখ ৭৪ হাজার ৭৫৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৪ জন।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
এসসিএন/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।