ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আইসিএমএবি গোল্ড অ্যাওয়ার্ড -২০২১ পেল জনতা ব্যাংক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২২
আইসিএমএবি গোল্ড অ্যাওয়ার্ড -২০২১ পেল জনতা ব্যাংক

আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড-২০২১ (গোল্ড অ্যাওয়ার্ড) অর্জন করেছে রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক লিমিটেড।  

রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে এক অনুষ্ঠানে বৃহস্পতিবার রাতে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন ব্যাংকের চেয়ারম্যান ড. এস. এম. মাহফুজুর রহমান, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ, সিএফও (ডিএমডি) মো. নুরুল আলম এফসিএমএ, এফসিএ।

 

রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে জনতা ব্যাংক সব সূচকে প্রথম স্থান (গোল্ড অ্যাওয়ার্ড) অর্জন করায় এ পুরস্কার পেল।  

অনুষ্ঠানে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, এফবিসিসিআই, মো. জসিম উদ্দিন, আইসিএমএবির সভাপতি মো. মামুনুর রশিদ, এফসিএমএ-সহ অন্যরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২২
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।