ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইআরএফ’র সভাপতি রেফায়েত, সা. সম্পাদক কাশেম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
ইআরএফ’র সভাপতি রেফায়েত, সা. সম্পাদক কাশেম

ঢাকা: অর্থনৈতিক বিটের সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি পদে ডেইলি স্টারের রেফায়েত উল্লাহ মীরধা ও সাধারণ সম্পাদক পদে বিজনেস স্ট্যান্ডার্ডের আবুল কাশেম নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৩ ডিসেম্বর) রাতে এ ফল ঘোষণা করা হয়।

 

নির্বাচনে সহ-সভাপতি পদে সালাউদ্দিন বাবলু, সহ-সাধারণ সম্পাদক পদে অবজারভারের মিজানুর রহমান ও অর্থ-সম্পাদক পদে জনকণ্ঠের রহিম শেখ নির্বাচিত হয়েছেন।

এছাড়া ইআরএফ দ্বি-বার্ষিক নির্বাচনে চারটি কার্যকরী সদস্য পদের বিপরীতে পাঁচজন প্রার্থী অংশ নেন। এর মধ্যে নির্বাচিত চারজন হলেন- মুহাম্মদ ফরহাদ হোসেন তালুকদার (১৫৭ ভোট), বদিউল আলম (১৪৪ ভোট), মোহাম্মদ সাইফুল ইসলাম (১৩৭ ভোট) ও শাহ আলম নূর (১১৬ ভোট)।

ইআরএফ নির্বাচনে নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও মনিরুজ্জামান টিপু।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২২৯ জন। এর মধ্যে ২০০টি ভোটগ্রহণ করা হয়েছে। একটি ভোট বাতিল হয়।

এর আগে সকাল ১০টায় ইআরএফের দ্বি-বার্ষিক সাধারণ সভা (বিজিএম) ২০২২ অনুষ্ঠিত হয়। সভায় অর্থ-সম্পাদক ও সাধারণ সম্পাদকের রিপোর্ট পাস করা হয়। পরে দুপুর আড়াইটা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।