ঢাকা, মঙ্গলবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০২ জুলাই ২০২৪, ২৪ জিলহজ ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

বসুন্ধরা পেপার মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৩
বসুন্ধরা পেপার মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বসুন্ধরা পেপার মিলসের ক্রেডিট রেটিং নির্ণয়ের পর তা প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (০৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেডের (সিআরএবি) রেটিংস অনুযায়ী বসুন্ধরা পেপারের দীর্ঘমেয়াদি রেটিং হয়েছে ‘এএ২’ এবং স্বল্পমেয়াদি রেটিং হয়েছে ‘এসটি-২’।

৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালের ৩১ অক্টোবর পর্যন্ত ব্যাংকের দায়বদ্ধতার অবস্থান এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত পাশাপাশি গুণগত তথ্য অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৪  ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২২
এসএমএকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।