ঢাকা: ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে সয়াবিন ও পাম তেলের আমদানি পর্যায়ে ভ্যাট সুবিধার মেয়াদ আবারো বাড়ানো হয়েছে। এই নিয়ে তৃতীয় দফায় মেয়াদ বাড়ানো হলো।
জানা গেছে, সয়াবিন ও পাম তেলের আমদানি পর্যায়ে ভ্যাট সুবিধার মেয়াদ ২০২৩ সালের ৩০ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর, যা ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে।
এর আগে গত ১৪ মার্চ এনবিআর প্রজ্ঞাপন জারি করে সয়াবিন ও পাম তেলের উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং ব্যবসায় পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট মওকুফ করে। এর দুই দিন পরে ভোজ্যতেলের আমদানি পর্যায়ে আরোপিত ১৫ শতাংশ ভ্যাট কমিয়ে ৫ শতাংশ করা হয়।
তখন এর মেয়াদ ঠিক করা হয় ৩০ জুন পর্যন্ত। পরে ৩ জুলাই আরেকটি প্রজ্ঞাপনে ভ্যাট মওকুফ সুবিধার মেয়াদ বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর করা হয়। দ্বিতীয় দফায় এই মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ায় এনবিআর।
বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৩
এসএমএকে/আরএইচ